Seven Three One Seven Two Two
Imrul Kayes
Hello. Hello... Is there anyone?
Is it seven three one seven two two?
No response.
Hello, I’m still waiting to be connected.
Sorry, connection is impossible!
Seven Three One Seven Two Two
Imrul Kayes
Hello. Hello... Is there anyone?
Is it seven three one seven two two?
No response.
Hello, I’m still waiting to be connected.
Sorry, connection is impossible!
আমার কলকাতা ভ্রমণের উদ্দেশ্য মূলতঃ দু’টি; উন্নত চিকিৎসাসেবা গ্রহণ এবং কলকাতার দু’টি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ।
অভিনেত্রী দীপান্বিতা ঘোষ ‘হোটেল রূপসী বাংলা’য় আমার থাকার জন্য একটি কক্ষ আগে থেকেই বুকিং করে রেখেছিলেন । তিনি শিল্পচর্চায় নৃত্য, আবৃত্তি ও অভিনয়শিল্পী ও পেশাগত পরিচয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা বিভাগের উর্ধতন অধীকর্তা।
আমার কাঁধে হাজার বছরের কষ্টের ইতিহাস।
বসনিয়া, চেচনিয়া ও প্যালেস্টাইনের ইতিহাস,
কাশ্মির, সিরিয়া ও আরাকানের ইতিহাস,
আস্তিনের ঝুল পকেটে নানান কষ্ট ঝুলছে।
ঘরের ভিতর রোহিঙ্গা কষ্ট, বাইরে মত্ত মীর জাফরের প্রেতাত্মারা,
উঠোনের মাঝে পাঁচিল তোলার কষ্টগুলো কুরে কুরে খায়!
সাতচল্লিশ থেকে বায়ান্ন, বায়ান্ন থেকে উনসত্তর
কষ্টের ধূম্রশিখায় ভাস্বর।
যুগ যুগ ধরে সঞ্চিত কষ্টের ভারে কুজো হয়ে গেছে মেরুদণ্ড
হৃদপিণ্ড অস্থির, অকেজো ফুসফুস, দৃষ্টিশক্তি কমে এসেছে
গগজ ছাড়া মগজ অচল,
স্নায়ুটাও ঠিকমতো কাজ করে না ইদানীং।
নতুন করে যুক্ত হলে ইউক্রেন ও রাশিয়ার কষ্ট।
আমি এখন আর কষ্টের ইতিহাস লিখি না
আমার বুকে অনেক কষ্ট, অনেক...