প্রভাষিকা ০২
ইমরুল কায়েস
খা খা চৈত্র, তপ্ত দুপুর, ব্যস্ত নূপুর, কাঁকনপরা হাত
নগ্ন নেশায় হাতছানি দেয় প্রিজারভেটিভ ভালোবাসা।
নাবিকের নৌযানে পাল তুলে ভেসে যায় প্রভাষিকা
হিমেল হাওয়ায় সুখের দোলায় দোলে জলাঙ্গির ঢেউ
দগ্ধ কবি শুধুই কবিতা লেখে অর্থ বোঝে না কেউ।
আকাশের সামিয়ানা কবির কষ্টে হলো নীল
কবিতার সাথে তবু প্রভাষিকার হলো না পরিচয়,
তালহারা জীবনে কবি এখন অন্ন, বস্ত্র, বাসস্থান কিছুই চায় না
রঙমহলে নেশার শারাব, ছেঁড়া ছেঁড়া ব্যথার পঙক্তিমালা।
২৩ আগস্ট ২০০৫ খ্রিস্টাব্দ
০৮ ভাদ্র ১৪১২ বঙ্গাব্দ
খুলনা