https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label বাড়ি নম্বর চুয়াল্লিশ. Show all posts
Showing posts with label বাড়ি নম্বর চুয়াল্লিশ. Show all posts

Saturday, July 15, 2023

বাড়ি নম্বর চুয়াল্লিশ

বাড়ি নম্বর চুয়াল্লিশ
ই ম রু ল  কা য়ে স

চেনা স্বপ্নগুলো প্রতি মাঝরাতে 
দলবেঁধে পাখা মেলে সাঁই সাঁই উড়ে যায়,
প্রভাত হলেই তৃপ্ত অবয়বে ফিরে আসে ঘরে।

আমি বহুবার করেছি অপেক্ষা
বহু নিশি জেগে, করজোড়ে চেয়েছি জানতে
নিটোল অমানিশা বুকে ঠেলে দূরে, হরিণী চঞ্চলতা নিয়ে
নিঃভৃতে নির্জনে কোথা যায় ওরা?
উত্তর একটাই, `বাড়ি নম্বর চুয়াল্লিশ'।

আমি - বারবার অনুনয় করে বলেছি 
গহীন রাতে কারো বাড়ির অন্দরে করবে না প্রবেশ,
কোনো - মানবীর শরীরের ঘ্রাণ শুঁকবে না আর,
শিয়রের পাশে বসে নিঃস্বার্থ ভালোবেসে
রাত জেগে কাউকেই করবে না আদর।

ওরা না শোনে বাঁধা, না মানে বারণ।
প্রতি রাতে পাখা মেলে সাঁই সাঁই উড়ে যায়।

আমি - বসন্তের বিরহী কোকিলের মতো 
একা একা জেগে থাকি ঘরে,
জানালার ফাঁক দিয়ে আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি-
কখন শান্ত হবে আঁখি? 
আঁখির পাপড়িগুলো মিলে যাবে ওদেরই মায়বিী ওমে। 
কখন আসবে ফিরে পোষা সেই স্বপ্নগুলো
পৃথিবীর শ্রেষ্ঠ মানবীর শরীরের গন্ধ মেখে ডানায়।

২৩ আগস্ট ২০০১ খ্রি.
খুলনা

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...