অবুঝ রাখাল ও তার রক্তাক্ত স্বপ্ন
ইমরুল কায়েস
ইমরুল কায়েস
এক স্বচ্ছল মধ্যবিত্তের বাড়ির আঙিনায়
অনেক যত্নে গড়ে ওঠেছিল একটি ছোট্ট ফুল বাগান
দীর্ঘ সাক্ষাৎকার শেষে সেই বাগানের মালির দায়িত্ব
দেওয়া হয় এক স্বপ্ন বিলাসী রাখালের উপর।
রাখাল মালির অক্লান্ত শ্রম আর তিল তিল ভালোবাসায়
দ্রুত বড় হয়ে উঠলো চারাগাছ।
বসন্তের প্রথম প্রহরে সেই চারাগাছে ফুটলো ফুল
ফুলের বর্ণে-গন্ধে-সৌন্দর্যে রাখাল হয়ে উঠলো ব্যাকুল।
মাঝে মাঝে সবার অজান্তে ফুলের ঘ্রাণ শুকতো সে
মালির উষ্ণ নিঃশ্বাসে দুলে উঠতো ফুলের কুমারী দেহ-মন
নির্জনে, নিঃসঙ্কোচে সেও মেলে দিত পাপড়ি।
একদিন এক অবাঞ্চিত দুঃসাহস বুকে নিয়ে
বাগানের মালিকের কাছে অবুঝ মালি চেয়ে বসলো-
সর্ব কনিষ্ঠ ও সুদৃশ্য, মায়াময় মোহনীয় ফুলটি।
মুহূর্তে রক্তাক্ত হলো রাখাল মালির অবুঝ স্বপ্ন।
চিরকালের জন্য তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো
মোহনীয় সেই সুদৃশ্য ফুল ছোঁয়ার নিঃষ্পাপ অধিকার।
২৩ আগস্ট ২০০৩ খ্রিষ্টাব্দ
০৮ ভাদ্র ১৪১০ বঙ্গাব্দ
খুলনা।