https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label ওয়াসফিয়া নাজরীন. Show all posts
Showing posts with label ওয়াসফিয়া নাজরীন. Show all posts

Monday, August 21, 2023

ওয়াসফিয়া নাজরীন

 

ওয়াসফিয়া নাজরীন
ই ম রু ল  কা য়ে স

নারী
তুমি- পাহাড় বেয়ে উপরে ওঠো শুনে, ভীষণ অবাক হই
কে তোমাকে ঘরের বাহির ডাকে?
দেশের নিশান, নারীর হাতে, পাহাড় চূড়ায় দেখে ,
অবাক হয়ে ভাবি...
পাহাড় তোমায় কীসের নেশায় ডাকে?

নারী
তুমি - দেশের নিশান ওড়াতে ছুটেছো এশিয়া থেকে ইউরোপ,
ইউরোপ থেকে আফ্রিকা, ওসেনিয়া, আমেরিকা।
এভারেস্ট চূড়া ছুঁয়েছে তোমায়, তুমি ছুঁয়েছো কিলিমানজারো,
একোনকাগুয়া, কারাস্তনেজ, পুনাক জায়া, এলব্রুজ।
সবার শিখরে পতাকা উঁচিয়ে লিখেছো একটি নাম, বাংলাদেশ।
তোমাকে ঘিরে জাতির উচ্ছ্বাস, গর্ব অনিঃশেষ।

নারী
তুমি - পাহাড় চূড়ায় ছড়িয়ে দিয়েছো লাল সবুজের নাম
অবাক বিশ্ব তোমাকে চিনেছে ’পাহাড়-কন্যা’ নামে
দেশের পতাকা উঁচিয়ে ধরে নিজের সীমানা ছাড়ি
সীমাবদ্ধতার দেওয়াল ভেঙ্গে বুঝিয়েছো পারে নারী!

নারী
লুরি পর্বত, আইল্যান্ড পিক তোমার কাছে নত
সাত মহাদেশ টেক্কা দেওয়া পাহাড় রয়েছো যতো।
সাহসী কন্যার খেতাব দিতে ন্যাশনাল জিওগ্রাফী
’বর্ষসেরা অভিযাত্রি’র মুকুট দিয়েছে তোমার মাথায় রাখি।
বিশ্ব মাতিয়ে তুমি হয়েছো ব্রাক শুভেচ্ছা দূত
মনন থেকে দূর করেছো প্রতিবন্ধকতার ভূত।

সাবাস নারী!
সাবাস তোমায়, এগিয়ে চলো সামনে
তোমার জন্য অজস্র শুভ কামনা, ভালোবাসা রেখে গেলাম।

২৭ অক্টোবর ২০২২ খ্রি.
খুলনা

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...