Showing posts with label ঈদুল ফিতর. Show all posts
Showing posts with label ঈদুল ফিতর. Show all posts

Monday, April 24, 2023

ঈদুল ফিতর

ঈদুল ফিতর
ই ম রু ল  কা য়ে স

এক ফাঁলি শাওয়ালের চাদঁ গতকাল সন্ধ্যবেলায়
ইশারায় জানিয়ে দিলো আজ ঈদ, ঈদুল ফিতর।
মুহূর্তেই খুলে গেলো আল্লাহ’র আরশ
আসমান থেকে নেমে এলো ঐশি বাণীর অমীয় ঝর্ণাধারা
বাঁধভাঙ্গা আনন্দোল্লাসে, হইচই পড়ে গেলো চারিধারে
আমাদের ব্যস্ত শহর, পাখির বহর, পাড়া ও মহল্লায়।


খোশ আমদেদ! খোশ আমদেদ! আজ ঈদুল ফিতর!
শেষ হলো রহমত, মাগফেরাত ও নাজাতের রমজান
শেষ হলো তারাবিহ, সেহরি ও ইফতারের আয়োজন।
শেষ হলো ক্ষুধার যন্ত্রণা ভাগাভাগির সমান অনুভূতি
সিয়াম সাধনায় পূর্ণ হলো তাকওয়া, পূর্ণ খোদাভীতি।
ঈদ মুবারক, ঈদ মুবারক! ঈদ মুবারক!

এক ফাঁলি শাওয়ালের চাঁদ আকাশে উদিত হওয়ায়
শুরু হলো খুশির সুনামি, অনাবিল আনন্দোৎসব
ধনীর অন্দর থেকে বেরিয়ে এলো প্রাপ্তির উপটৌকন
গরীবের যাকাত, ঈদের ফিতরা, সাদকাহ ও উপহার।
গরীব ভুলে গেলো দুঃখ, কষ্ট হয়ে গেলো উধাও
ধনী ও গরীব মিলে, মিশে গেলো গভীর আলিঙ্গনে।

এক ফাঁলি শাওয়ালের চাঁদ এনে দেয় জীবনের পূর্ণতা
শত্রু-মিত্র মিলে দূর করে সমাজের জীর্ণতা!


২২ এপ্রিল ২০২৩ খি./ঈদুল ফিতর
খুলনা