https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label নীল প্রজাপতি ০১. Show all posts
Showing posts with label নীল প্রজাপতি ০১. Show all posts

Friday, February 28, 2025

নীল প্রজাপতি ০১

 

নীল প্রজাপতি ০১
ই ম রু ল  কা য়ে স

রাতজাগা লাল চোখ অভিমানে অকারণে 
রাত্রির সাথে করে সন্ধি,
ঘুমঘোর জানালায় ভ্রুকুটি করে যায় অসুস্থ্য সমাজ,
কবির কষ্টকে কাছে এসে বোঝে না তো কেউ।

শেষরাতে শিশির পতনের মতো নেমে আসে ঘুম
নীল প্রজাপতি চোখের পাপড়িতে এঁকে যায় আল্পনা
‘কবির কল্পনা, সহজ গল্প না’ এই সত্যটুকু 
বোঝে না মানুষ, বোঝে না নীল প্রজাপতিও।

অনাহুত বঞ্চনা, সামাজিক জল্পনার মুখোমুখি হয়ে
কবির কষ্টকে বুকে নেবে, চোখ দু’টো লাল কেন জেনে যাবেে
এমন দরদী বলো এ সময়ে আছে নাকি কেউ।

১৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ
০২ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
খুলনা



চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...