Showing posts with label নীল প্রজাপতি ০২. Show all posts
Showing posts with label নীল প্রজাপতি ০২. Show all posts

Thursday, February 27, 2025

নীল প্রজাপতি ০২

 

নীল প্রজাপতি ০২
ই ম রু ল  কা য়ে স

এক নীল প্রজাপতি কৈশোরে ছুঁয়ে গেলো মন। 
যখন তখন পেয়ে তার মায়াবী স্পর্শ
উচাটন মন হয়ে গেলো মধুবন বিহারণী হরিণী।

যখন ইচ্ছে, যেমন ইচ্ছে তার
যৌবনে, সুগন্ধি মৌবনে, এঁকে গেলো বসন্ত আল্পনা,
স্পর্শে তার পূষ্পে পূষ্পে ভরে গেলো মননকুঞ্জ।
চারিদিকে তখন উড়ুউড়ু রঙিন স্বপ্নোৎসব
সাফল্যের জয়োযাত্রায় তখন আমি দিগ্বিজয়ী মহানায়ক।

সেই চেনা হৃদয়হীনা নীল প্রজাপতি
পরিনত যৌবনে হারিয়েছে বসন্ত বিহারে।
এখন আমি স্বপ্নহীন, ছন্দহীন এক তৃষিত চাতক।

নীল প্রজাপতিরা এভাবেই কাছে আসে, এভাবেই দূরে চলে যায়,
ভেঙ্গে যায় অজস্র সাজানো স্বপ্নপ্রাসাদ।
দুমড়ানো, মোচড়ানো দেবদাস স্বপ্নগুলো 
সাজাতে সাজাতে, আমি এখন ভীষণ ব্যস্ত, যন্ত্রমানব।
জীবন সাজাচ্ছি, শুধুই সাজাচ্ছি, সাজিয়েই যাচ্ছি...

০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
খুলনা