Showing posts with label রুবাই. Show all posts
Showing posts with label রুবাই. Show all posts

Friday, March 14, 2025

ইমরুল কায়েস এর রুবাই (৮১-১০০)


ইমরুল কায়েস এর রুবাই
রুবাই ৮১:
মনের মাঝে কা’বা শরীফ চোখের তারায় মদিনা
তোমার ধ্যাণে মগ্ন থেকে রোজ নেকী চাই বদি না
আলোর পথের যাত্রি আমি আলো খুঁজি আন্ধারে
তোমার ক্ষমায় সিক্ত করে পার করো এ বান্দারে।

রুবাই ৮২:
আর ডেকো না সুনয়না মধ্যরাতে তুমি আমায়
তোমার আমার গোপন প্রণয় রাষ্ট্র হবে পাড়ায় পাড়ায়
রক্তচক্ষু লোকলজ্জ্বায় তোমার পরশ যদি না পাই
নীল সাগরে মরবো ডুবে ব্যর্থ প্রেমের দহন জ্বালায়।

রুবাই ৮৩:
বোধি বৃক্ষ, হেরা গুহা আমার কিন্তু কোনোটাই নাই
তবু আমি তোমার ধ্যানে মগ্ন থাকার সুযোগ চাই
জানি আমার জিন্দেগীতে সঙ্গী শুধু ব্যস্ততা
দিনের শেষে জিন্দেগীতে তোমার আশীষ যেন পাই।