Showing posts with label মননতটে মোহন বৃষ্টি. Show all posts
Showing posts with label মননতটে মোহন বৃষ্টি. Show all posts

Saturday, July 27, 2024

মননতটে মোহন বৃষ্টি

 

মননতটে মোহন বৃষ্টি

চোখের কোণে মেঘ জমেছে, বৃষ্টি হবে?
বৃষ্টি হলো দ্রোহানলে জ্বলতে থাকা মেঘের কষ্ট।
বৃষ্টি হবে? বৃষ্টি?
মনাত্বরে, মননতটে, মোহন বৃষ্টি?

কষ্টগুলো মেঘের মতোন, কষ্ট হবে?
ব্যথার তোড়ে ঝরে পড়ে চোখে জলে।
কষ্ট হবে? কষ্ট?
চোখেরতটে ব্যথার পলল, নীলকষ্ট?

দুঃখগুলো বারিধারা, দুঃখ হবে?
বরফ হয়ে ঝরে পড়ে, হিংসাঘাতে, বজ্জ্রপাতে
দুঃখ হবে? দুঃখ?
গহনমনে পুঞ্জিভূত পোষা কষ্ট?

১৯ অক্টোবর ২০১৮ খ্রি.
০৪ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ
খুলনা