Showing posts with label এই অনন্ত জয়োল্লাস অফুরন্ত কোলাহল. Show all posts
Showing posts with label এই অনন্ত জয়োল্লাস অফুরন্ত কোলাহল. Show all posts

Saturday, November 12, 2022

এই অনন্ত জয়োল্লাস, অফুরন্ত কোলাহল

 


এই অনন্ত জয়োল্লাস, অফুরন্ত কোলাহল

রু   কা য়ে

 

এই অনন্ত জয়োল্লাস, অফুরন্ত কোলাহল

একদিন থেমে যাবে জানি,

তবু জানি থামবে না সময়ের হাতছানি।

 

আহা! বয়েসী বটের পাতা ঝরে যাবে সন্ধ্যায়

কালস্রোতে ভেসে যাবে বেওয়ারিশ স্বপ্নগুলো,

হাওয়ার মেঘমালায়; আমিও ভেসে যাবো দূর অজানায়

ছায়া হয়ে, পৃথিবীর মায়া ছেড়ে একদিন হঠাৎ

আমিও হয়ে যাবো রোদে পোড়া, রংচটা ভিজে পোস্টার।

 

আহা! আবার ফুটবে ফুল, থামবে কি আনন্দোৎসব?

নতুন পল্লবে ভরে যাবে বৃক্ষের শাখা

শোনা যাবে উল্লাস, প্রেমার্ত মধুকর নিমগ্ন ফুলে ফুলে।

 

কেউ কি মনে রাখবে তখন,

এই অনন্ত চরাচরে এসেছিল কেই একজন?

ভালোবেসে বেঁধেছিল বাহুডোরে, মননমন্দিরে জ্বেলেছিল আলো?

 

এই অনন্ত জয়োল্লাস, অফুরন্ত কোলাহল এই পৃথিবীর

থামবে না কোনোদিনও

শুধু - থেমে থেমে সময়ের ট্রেন নামাবে যাত্রি, উঠাবে আবার।

 

২২ আগস্ট ২০২২ খ্রি.

খুলনা, বাংলাদেশ