https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label নীলগঞ্জের মেয়ে. Show all posts
Showing posts with label নীলগঞ্জের মেয়ে. Show all posts

Friday, July 14, 2023

নীলগঞ্জের মেয়ে

নীলগঞ্জের মেয়ে
ই ম রু ল  কা য়ে স

পৌষের পড়ন্ত বিকেলে
মেঘের আঁচল ছিঁড়ে খসে পড়লো একফাঁলি সোনালি রোদ্দুর
আড়মোড়া ভেঙে ঘোমটা খুলে
খিলখিল করে হেসে উঠলো হলুদ সরিষার ক্ষেত।
দলবেঁধে ছুটে এলো ফেলে আসা স্মৃতির বহর
টেনে নিল অবসন্ন হৃদয়ের এক চিলতে শুষ্ক উঠোনে।
বহুদিন পর আকাশ হয়ে উঠলো গাঢ় নীল।
জলাসক্ত মেঘ, মেঘাসক্ত নীলাকাশ
আকাশের পাদদেশে অগোছালো লাজুক রোদ্দুর।

সেদিনের সেই সোনামাখা রৌদ্রের স্নান শেষে
স্বপ্নাতুর চোখ নিয়ে হঠাৎ সামনে এসে দাঁড়ালো
তুলনাহীন, উপমাহীন, আটপৌরে এক শহুরে মেয়ে।
ভীষণ অদ্ভুত সেই মিষ্টি মেয়ের মুখাবয়ব
প্রাচীন মিশরীয় বর্ণমালার মতো দুর্বোধ্য 
তার অব্যক্ত অভিব্যক্তি, হরিণী দৃষ্টি।
টানা টানা দু’টি চোখ অব্যক্ত বিষ্ময়ে ভরা
বড় শান্ত, বড় মনোহর তার চলার ভঙ্গি
যেন অতল সমুদ্রের সন্ধানে 
ধাবমান কুমারী পাহাড়ি ঝর্ণা এক।

মেয়েটির মুখোমখি হতেই হয়ে গেলো ভাসাভাসা পরিচয়
তারপর রৌদ্রে স্নান, স্বপ্নে অবগাহন
চঞ্চল প্রজাপতির মতো উড়ে উড়ে, ঘুরে ঘুরে দেখা হলো চারপাশ
সরিষার ফুলে ঠাসা সবুজ খেসারি ক্ষেত
চিত্রার তীরঘেঁষা সর্পিল মেঠোপথ
জীর্ণ শীর্ণ জমিদার বাড়ি, রাজমন্দির, শিশুস্বর্গ সবখানে...
যেখানের পথে পথে খেলা করে প্রতিদিন
 বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাল্যস্মৃতিরা ।

ক্ষণিক দেখা সেই মিষ্টি মেয়েটির বাড়ি যশোরের নীলগঞ্জে
মনিহার সিনেমা হলের আশে-পাশে হয়তো।

মাত্র একটি বার তার সাথে হয়েছিল দেখা
মাত্র একটি বিকেল সে আমাকে দিয়েছিল উপহার
একটি রোমাঞ্চকর সন্ধ্যা সে আমাকে করেছিল পরিপূর্ণ দান
অথচ স্মৃতির  এ্যালবামে সে আজো অক্ষয় , চির অম্লান!

ভালো থাকুক নীলগঞ্জ।
ভালো থাকুক নীলগঞ্জের দুরন্ত কিশোরীরা।


২৫ ডিসেম্বর ২০০৫ খ্রি.
নড়াইল

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...