https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label প্রভাষিকা ০১. Show all posts
Showing posts with label প্রভাষিকা ০১. Show all posts

Thursday, March 20, 2025

প্রভাষিকা ০১


প্রভাষিকা ০১
ইমরুল কায়েস

বুকের ভিতোর  গরান কাঠের আগুন জ্বেলে
তুমি এখন বাইশ মাইল দূরে থাকো
অগ্নিশিখা দহন করে আমার শরীর
হৃদপিণ্ডে তবু তুমি মাঝে মধ্যেই চিমটি কাটো।

আমি এখন মধ্যরাতে কলম চষি
তুমি ঘুমাও নির্ভাবনায় বাহুডোরে
মাঝে মাঝে ঘুমের ঘোরে চমকে উঠি
জাগি তোমার গৃহকাঁপা শীৎকারে।

শ্রেণি কক্ষে কবির লেখা কাব্য বোঝাও,
বোঝো কি তার গুঢ় অর্থ, মর্মকথা?
বুঝলে কি আর বাইশ মাইল দূরে থাকো
চিতার আগুন জ্বালার কি হয় স্বার্থকতা।

তুমি এখন ফুলতলাতে ভালোই আছো
নিত্য-নতুন স্বপ্ন তোমার ছড়াছড়ি,
স্মৃতিগুলো বস্তা ভরে আগুন জ্বেলে
আমিও এখন ভালো থাকার চেষ্টা করি।

২১ জুলাই ২০১১ খ্রিস্টাব্দ
০৫ শ্রাবণ ১৪১৮ বঙ্গাব্দ
খুলনা

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...