প্রভাষিকা ০১
ইমরুল কায়েস
ইমরুল কায়েস
বুকের ভিতোর গরান কাঠের আগুন জ্বেলে
তুমি এখন বাইশ মাইল দূরে থাকো
অগ্নিশিখা দহন করে আমার শরীর
হৃদপিণ্ডে তবু তুমি মাঝে মধ্যেই চিমটি কাটো।
আমি এখন মধ্যরাতে কলম চষি
তুমি ঘুমাও নির্ভাবনায় বাহুডোরে
মাঝে মাঝে ঘুমের ঘোরে চমকে উঠি
জাগি তোমার গৃহকাঁপা শীৎকারে।
শ্রেণি কক্ষে কবির লেখা কাব্য বোঝাও,
বোঝো কি তার গুঢ় অর্থ, মর্মকথা?
বুঝলে কি আর বাইশ মাইল দূরে থাকো
চিতার আগুন জ্বালার কি হয় স্বার্থকতা।
তুমি এখন ফুলতলাতে ভালোই আছো
নিত্য-নতুন স্বপ্ন তোমার ছড়াছড়ি,
স্মৃতিগুলো বস্তা ভরে আগুন জ্বেলে
আমিও এখন ভালো থাকার চেষ্টা করি।
২১ জুলাই ২০১১ খ্রিস্টাব্দ
০৫ শ্রাবণ ১৪১৮ বঙ্গাব্দ
খুলনা