https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Showing posts with label স্বপ্নে আঁকা বাড়ি. Show all posts
Showing posts with label স্বপ্নে আঁকা বাড়ি. Show all posts

Tuesday, May 23, 2023

স্বপ্নে আঁকা বাড়ি

 

স্বপ্নে আঁকা বাড়ি
       রু কা য়ে

 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল
বাড়ির সাথে খেলার সথিী আমার অনেক স্বপ্ন ছিল 
দুইচালা ঘর, একটি উঠোন, লাউয়ের মাচা 
ব্যালকনিতে ছোট্ট একটি পাখির খাঁচা 
দুই জানালার মাঝে একটি সবুজ রঙের দুয়ার ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।

ঘরের পাশে আমড়া গাছে টুনটুনিদের বাসা ছিল
ওদের জন ভীষণ চেনা, গল্প শোনার সাথী ছিল
ইচ্ছামতো আঁকা ছবি এলোমেলো 
বুক পকেটে জন্ম নেওয়া স্বপ্নগুলো 
লাল-কমলা, সবুজ-হলুদ, কালো-সাদার মিশেল ছিল 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।

 

ছোট্ট একটি রান্না ঘরের পাশে পানির কলটা ছিল 
তেষ্টা ছাড়াই কলের সাথে আমার অনেক সখ্য ছিল 
গোয়াল ভরা পোষা গরু, উপচে পড়া দুধের থালা
কাতলা মাছের ঝোলের শেষে স্বাদ মিলাতো ফলের ডালা
বাড়ির পাশে খড়ের গাদা, ফল বাগিচায় বোলতা ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
ছোট্ট ঘাড়ে স্কুল ব্যাগে আমার অনেক স্বপ্ন ছিল
স্বপ্নগুলো মননতটে রঙিন বসত গড়েছিল
পুকুরপাড়ে ভরদুপুরে কিশোর মেলা 
সন্ধ্যা এলেই আমবাগানে ঝড়ের খেলা 
সুনীল ছিল, চম্পা ছিল, দিলু, ওবায়দুল্লাহ ছিল 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
দুপুর থেকে সন্ধ্যা জুড়ে আমতলাতে আসর ছিল
কাঁচা-পাকা আমের সাথে মশলাপাতি ছুরি ছিল 
কৌটাভরা বিট লবনে ঝালের গুড়ো
কচিপ্রাণের দমকা হাসির গল্পগুলো 
জ্যৈষ্ঠ মাসের দারুণ খরায় অনেক বেশি মজার ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
ছোট্টকালে স্বপ্নে আঁকা আমার যে এক বাড়ি ছিল 
বাড়িসহ স্বপ্নগুলো কখন যেন  হারিয়ে গেলো!
রং তুলিতে আঁকা আমার স্বপ্নমোহন সেই বাড়িটা 
অনেক দামী, এখন যে আর পাই না খুঁজে
কেউ যদি পাও সেই ছবিটা স্মৃতির সেলে 
পাঠিয়ে দিও বন্ধু তুমি পার্সেলে বা ইমেইলে। 

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...