Tuesday, August 22, 2023

ওয়াদুদুর রহমান পান্না

 


ওয়াদুদুর রহমান পান্না
ই ম রু ল  কা য়ে স

মৃত্যুই কি সবকিছুর শেষ?
সীমানার ওপারে চলে যাওয়াই কি মুক্তির মোক্ষম গন্তব্য?
তাহলে কেন এই তাড়াহুড়ো, অসময়ে অসমাপ্ত প্রস্থান!
জনতার আগ্রহ শেষ না হতেই জীবনের খেলা হলো শেষ।

আচমকাই চলে গেলেন ওয়াদুদুর রহমান পান্না ভাই!
তার তো আরো অনেক কিছু দেওয়ার ছিল?
আমাদেরও পাওয়ার ছিল অনেক, দেওয়ারও ছিল তাকে,
অনেক কিছু বলার ছিল, করার ছিল ভালোবাসার পঙক্তিমালা লিখে।

প্রেসক্লাবে অঝোর শ্রাবণ, শুনসান নীরবতা হনন করছে মননের কষ্ট।
জন্মভূমির চেয়ারগুলো দুঃখে কাতর, বিরহী খুলনা বিলাপ করছে,
ব্যথার তিমির গিলে খাচ্ছে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন।
ছোট্ট ছোট্ট ফেরেস্তাদের চোখের অশ্রু কে মুছাবে?
কে চালাবে বেতার পাড়ায় কচি-কাচার আসরগুলো?

মৃত্যুই যদি জীবনের শেষ হয়, মৃত্যুকেও জয় করে অবিনশ্বর স্মৃতি।
স্মৃতির বাতিঘরে অমরত্বের অনল শিখা জ্বেলে
মনের মন্দিরে বেঁচে রবে আমাদের পান্না ভাই। 

সত্যে অটল, অবিচল পথচলা, সাহসী কলম ও দৃঢ় ব্যক্তিত্ব নিয়ে
হঠাৎ তিনি হয়ে গেলেন স্মৃতির জলজ্যান্ত পোস্টার।

২২ আগস্ট ২০২০ খ্রি.
খুলনা

No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...