Thursday, October 19, 2023

 

কৃষ্ণচূড়া
ই ম রু ল কা য়ে স
কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আমার বাড়ির সামনে।
এই খবরটা তোমার কাছে ক্যামনে পাঠাই,
ক্যামনে বলি, বুকের ভিতোর কালবৈশাখী ঝড় উঠেছে,
ছুটছে শিরায় পাগলা ঘোড়া, অক্সিটক্সিন...
ভালোবাসার পাপড়িগুলো, ভীষণ ব্যাকুল, দুলছে দ্যোদুল
তোমার খোঁপার ব্যালকনিটা কেমনে সাজাই!
তুমিই বলো, ক্যামনে রাঙাই...
তোমার নিটোল পটোল-চেরা ঠোঁটের কিনার,
ঈগল পাখির বাসার মতো মায়াভরা চোখ দু’টিতে
স্বপ্ন আমার পশরা সাজায় দিবানিশি।
কার্নিশে তার সুখাশ্রু...
কপোল জুড়ে রক্ত শিরায়, মগ্ন নেশার অবগাহন,
গণ্ডদেশে নতুন ফাগুন, আগুন ছড়ায় বুকের মাঝে,
হৃদপিণ্ডে ভালোবাসার নীল সুনামি ঢেউ খেলে যায়।
দখিন দিকের মন বাতায়ন একটুখানি খোলা রেখো
স্বপ্ন যেন ছুঁতে পারে হাত বাড়িয়ে অবলীলায়...
কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আমার বাড়ির সামনে
এই খবরটা ছন্দদোলায় তোমার কানে পাঠিয়ে দিলাম,
পাঠিয়ে দিলাম ভালোবাসার পাপড়িগুলো
তোমার খোঁপার ব্যালকনিটা ইচ্ছে মতো সাজিয়ে নিও।


No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...