Tuesday, August 15, 2023

পুলিশ অফিসার

 

পুলিশ অফিসার
ই ম রু ল  কা য়ে স

তোমায় দেখে সটকে গেলো গৌর চাচার নষ্ট ছেলে
বুঝি তুমি কেউ একজন অন্যরকম হর্তা-কর্তা
তুমি আসছো জানতে পেরে ফাঁকা হলো মহসিন মোড়
বুঝি তুমি কেউ একজন সমীহ করে আমজনতা।

রোমিওরাও বুঝে গেছে তুমি আছো, তুমি আসছো
অবাঞ্চিত ভিড় দেখি না এই শহরের স্কুল গেটে
তুমি আছো বলেই কাছে আর আসে না চোর বাটপাড়
গুণ্ডা-বদমাশ সটকে গেছে, অন্তরালে চলে গেছে টপটেরর 
সবাই জানে তুমি উর্ধ্বে সকল ভয়ের, সকল লোভের 
নষ্ট হাতে পরাও তুমি হাতকড়া যে যখন-তখন।

ভিতোর তোমার কতোটা কঠিন, ক’জন জানে
যখন শুনি তোমার জন্য প্রহর গোনে অভাগিনী
অভাগীদের কাছে তুমি আলোর কন্যা ‘নাইটিঙ্গেল’
তুমি নাকি নষ্ট-প্রাণে সলতে জ্বালাও, বেঁচে থাকার স্বপ্ন দেখাও।
আঁধো আলোয় তুমি ওদের গল্প শোনো, গল্প শোনাও-
ওদের কাছে তুমি নাকি কষ্টচোষা নীলকণ্ঠ
কল্পনাকে হার মানানো গল্প লেখো চোখের জলে।
নিজের হাতে জাগিয়ে তোলো মানব বিবেক ছন্দতালে।

সবাই বলে, তোমার গালে দুধে-আলতা; সাধ্বী সুন্দর, অনুপমা।
নানান ছলে নানান মানুষ নিত্য তোমার কাছে ঘেঁষে,
কাছে এসে মুচকি হেসে দেখে তুমি অন্য মানুষ!
কাঁকন হাতে দৃঢ়চেতা অন্য নারী, লাল-খয়েরি লিপিস্টিকে উর্দিপরা
একটি হাতে ধরে আছো হরণোন্মুখ নারীত্বকে
অন্যহাতে মানব বিবেক, মুষ্টিবদ্ধ শক্ত হাতে।

সবাই বলে তুমি নাকি শুভশ্রী; গায়ের রঙটা ফর্সা বলে 
পানির দরে বাড়তি একটু সুবিধা পাও!
উপর দিকে উঠতে হলে গুণ লাগে; গুণের সাথে নুন মাখানো সাহস লাগে।
আঁধার রাতে সবাই যখন কোলবালিশে আদর ছড়ায়
তুমি তখন ধাওয়া করো সন্ত্রাসীদের; চোর-বাটপাড় জেলে ঢুকাও।
রোদ-বৃষ্টি আঁচড় কাটে তোমার শরীর; তবু তুমি দ্বীপ্তি ছড়াও
ধুলোর শহর অবাক চোখে দেখে তোমার রূপ মিশানো গুণের বহর!


সাবাস পুলিশ! স্যালুট তোমায়!
কেড়ে নিলে আত্মভোলা মগ্নকবির ছন্নছাড়া কল্পনাকে
সামনে চলো গহীন সুদূর, পার হয়ে সব নিন্দাবৃষ্টিি।
আশীষ তোমার সাথে আছে বসন হয়ে
সাথে থাকবে কবির কলম, ভালোবাসা, শুভদৃষ্টি।

১৭ জুলাই ২০১৭ খ্রি.
খুলনা

 

 


No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...