Tuesday, August 15, 2023

দুরন্ত সাধ

দুরন্ত সাধ
ই ম রু ল  কা য়ে স

মনে হয় ডানা মেলে উড়ে যাই আকাশে
পেড়ে চাঁদা খেলা করি বৈশাখি বাতাসে
মধুকর হয়ে বসি বকুলের শাখাতে
এঁকে দেই স্বপ্নটা ফুল আর পাতাতে।

মনে হয় মেঘ হয়ে খুঁজে ফিরি সুখটা
বাজপাখি হয়ে ফুড়ি আকাশের বুকটা
সারাদিন লেখাপড়া রুটিনের ঝাকাতে
মনে হয় চলে যাই মামা বাড়ি ঢাকাতে।

১৪ মে ২০০৭ খ্রি.
৩১ বৈশাখ ১৪১৪
খুলনা



No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...