https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Tuesday, August 15, 2023

দুরন্ত সাধ

দুরন্ত সাধ
ই ম রু ল  কা য়ে স

মনে হয় ডানা মেলে উড়ে যাই আকাশে
পেড়ে চাঁদা খেলা করি বৈশাখি বাতাসে
মধুকর হয়ে বসি বকুলের শাখাতে
এঁকে দেই স্বপ্নটা ফুল আর পাতাতে।

মনে হয় মেঘ হয়ে খুঁজে ফিরি সুখটা
বাজপাখি হয়ে ফুড়ি আকাশের বুকটা
সারাদিন লেখাপড়া রুটিনের ঝাকাতে
মনে হয় চলে যাই মামা বাড়ি ঢাকাতে।

১৪ মে ২০০৭ খ্রি.
৩১ বৈশাখ ১৪১৪
খুলনা



No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...