Tuesday, August 15, 2023

মুজিব বাঙালির নিশ্বাসে, বিশ্বাসে

 

মুজিব বাঙালির নিঃশ্বাসে, বিশ্বাসেে
ই ম রু ল  কা য়ে স 

নিঃশ্বাসের চিরচেনা অলিগলিতে যার নিরন্তর বসবাস
বিশ্বাসের গোপন প্রাসাদে যার একান্ত আনাগোনা
স্মৃতির সোনালি আকাশ, জুড়ে ঘন সাদা মেঘের মতো
মিশে আছে যে বিষ্ময়কার অনুভূতি 
কালবৈশাখির ভয়ঙ্কর থাবা অথবা একটি বুলেট 
হৃদয় থেকে পারে কি মুছে দিতে?

উড়ন্ত পতাকার লাল বৃত্তে যার রক্ত মিশে আছে
ঘন সবুজের মাঝে লুকিয়ে আছে যার সোনার বাংলার স্বপ্ন
বাঙালির স্পন্দিত শিরা-উপশিরায় গর্জে ওঠা পাহাড় ফাটা বজ্জ্রকণ্ঠ
কালজয়ী মহান পূরুষ অথবা সময়ের সুতীব্র প্রয়োজন
উদ্ভ্রান্ত নরখাদকের নগ্ন সিদ্ধান্তে অথবা ঘাতকের বিষাক্ত বিষ নিঃশ্বাসে
হৃদয় থেকে তাকে পারে কি মুছে দিতে?

অবারিত সবুজ ফসলের মাঠ, উন্মুক্ত সুনীল আকাশ
মৃত্তিকার ধমনীতে প্রবাহমান ছলাৎ ছলাৎ জলতরঙ্গ
গৃহত্যাগি বাউলের একতারা, মাঝির ভাটিয়ালি গান 
দিবস-রজনী আরাধনা করে তোমার জীবন্ত অস্তিত্বের
তুমি কোটি মানুষের হৃদয়ে পেয়োছে ঠাঁই, তুমি কালজয়ী মহামfনব 
তোমার মুত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই।

আমাদের পতাকার মতো তুমি সত্য, সবুজের বুকে তুমি লাল টকটকে  বৃত্ত
আমাদের মহান স্বাধীনতা, শ্যামল প্রকৃতি, সোনালি রোদ্দুরের মতো তুমি সত্য
আমার দৈনিন্দন বেঁচে থাকায়, আটপৌরে স্বপ্ন দেখায় তুমি মিশে আছো
কোনো ভূ্ঁইফোঁড় দেশদ্রোহীর রোষানল, গাদ্দারের অভিশপ্ত নিষ্ঠুর বুলেট
গৃহপালিত বিভিষণ, কিম্বা ঘৃণার সাইক্লোন
মানুষের ভালোবাসা থেকে তোমাকে উঁপড়ে ফেলতে পারে কি?
পারেনি, পারবে না কখনো।

হে পিতা, তুমি সন্তানের হাতে প্রাণ সঁপে দিয়ে সন্তানকে দিলে শিক্ষা
দীক্ষা নিয়ে আজকে হলে বীর বাঙালির সার্বজনীন যিশু
পিতৃ হত্যার কষ্ট নিয়ে কাঁদছে এখন জাতি, কাঁদছে বিশ্ববাসী
বুকের ভিতোর অগ্নি নিনাদ, বহ্ণি শিখায় কাঁপছে খুনির ত্রাহি ত্রাহি প্রাণ
ওরা এখন ঘৃণার আগুনে দগ্ধ হয়ে ধুকতে ধুকতে মরছে এবং মরবে।
আমরা ওদের ছাড়িনি জাতির পিতা, ঘৃণা ওদের ছাড়বে না কোনোদিন।

হাজার বছরের শ্রেষ্ট বাঙালি ,বাঙালি জাতির পরম শ্রদ্ধেয় পিতা
বিশ্ববাসীর অবাক বিষ্ময়, বিশ্ব কাঁপানো অকুতোভয় নেতা।
বুকের গহীন অতল থেকে এনেছি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা
কাঙ্ক্ষিত অক্সিজেনের মতো তুমি মিশে আছো, 
তুমি কালজয়ী মহা ইতিহাস; তুমি বাঙালি জাতির পিতা, 
তোমার মুত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই...
মৃত্যুহীন আদর্শ হয়ে
তুমি মিশে রবে আমাদের ধমনিতে নিঃশ্বাসে ও বিশ্বাসে । 

১৫ আগস্ট ২০১০ খ্রি.
খুলনা

No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...