https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, March 21, 2025

মধ্যরাতের চিমটি

 

মধ্যরাতের চিমটিি
ইমরুল কায়েস

মিষ্টি মেয়ে কেমন আছো?
ফেলে আসা দিনগুলো কি মনে পড়ে?

আমার এখন ব্যস্ত সকাল, দগ্ধ দুপুর, ক্লান্ত বিকেল, সন্ধ্যাবেলা
রাত্রি নামে আঁধার দোলায়, পাই না সময়
কেউ বলে না ভালোবাসার প্রজাপতির কেমন করে কাটছে বেলা।

মধ্যরাতে সবাই ঘুমায় নির্ভাবনায়
আমি একা ব্যথার নীলে কলম চষি
ক্লান্ত মগজ, ক্লান্ত কলম, পিটু্ইটারি বিকল যখন
ছোট্ট করে চিমটি কাটো স্মৃতির গায়ে তুমি তখন।

২৫ অক্টোবর ২০১২ খ্রিষ্টাব্দ
১০ কার্তিক ১৪১৯ বঙ্গাব্দ
খুলনা

No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...