আমি মৌ, তুমি মৌবনে ফুল
ইমরুল কায়েস
ইমরুল কায়েস
ভেবেছি স্রোতস্বিনী নবগঙ্গা তীরে বাঁধবো ঘর
তোমাকে নিয়ে নিশ্চিন্তে সাজাবো সংসার
সারাদিন ফসলের ঘ্রাণ শুঁকে
সন্ধ্যার মলিন আলোয় দু’জনেই বাহুডোরে পড়বো বাঁধা,
এক ফাঁলি নরম রোদ্দুর ভোরে পরশ বুলাবে গায়।
বিদূষী নবগঙ্গার শীতল জলে ধুঁয়ে সব নীল অঙ্গার
সন্ধ্যার আলো মেখে ফিরে আসবো নীড়ে।
সরিষার ফুল ছিঁড়ে বানাবো অলঙ্কার তোমার নাকে কানে
উড়িয়ে মায়াবী চুল তুমি ছুটে যাবে মৌ মায়াটানে
আমি হবো মৌ, তুমি মৌবনে হবে ফুল
আমাদের নীড় ভরে যাবে গানে গানে।
১৯ অক্টোবর ২০০৭ খ্রিস্টাব্দ
০৪ কার্তিক ১৪১৪ বঙ্গাব্দ
খুলনা
No comments:
Post a Comment