Wednesday, March 26, 2025

এসো বৃষ্টিতে ভিজি

 

এসো বৃষ্টিতে ভিজি
ইমরুল কায়েস

আষাঢ় এলেই কেন যেন মন আনমনা হয় !
বর্ষার রিমঝিম ছন্দে, কুমারী কদম বনে হাসনাহেনা হাসে,
মৃত্তিকার সোঁদাগন্ধে ফেলে আসা দুরন্ত কৈশোর
বারবার টেনে নেয় প্রকৃতির কোলে।

আষাঢ় এলেই কেন যেন মন বৈরাগী হয় ।
দিনভর ঘনঘোর বৃষ্টিতে ভিজে যায় অচেনা দাঁড়কাক,
অগুন্তি ঘরমুখি মানুষ, পশু-পাখি, ধনক্ষেত।
মাঝে মাঝে আমিও ভিজি, ভিজতে ভীষণ ভালো লাগে।
অদ্ভুত আনন্দে দেহ-মনে শিহরণ জাগে,
নিজেকে হারিয়ে খুঁজি কৈশোরের দিনগুলোর মাঝে।

স্মৃতির সরোবরে একান্তে দিয়ে যাই পাড়ি।
আহারে আষাঢ়, ঝমঝম বৃষ্টি! আহারে কিশোর বেলা!
দুরন্ত কিশোর ছাতাহীন মাথাটাকে লুকোবে কোথায়?
স্কুলে যাওয়া-আসায় মাঝে মাঝে করুণা মিলতো;
মনে পড়ে যায়- সহপাঠিনীর ছোট্ট ছাতার নীচে
ভিজে ভিজে দু’জনে কীভাবে ফিরে যেতাম বাড়ি?

জীবনে আষাঢ় ফিরে আসে বারবার, ফিরে আসে বৃষ্টি
দিনভর বৃষ্টিতে ভিজে যায় অচেনা দাঁড়কাক, ভিজি আমিও।
দূরে থাকা সেই স্মৃতিভূক সহপাঠিনী
এখন আর বৃষ্টিতে ভেজে কি না জানি না!

২১ জুন ২০০৪ খ্রিষ্টাব্দ
০৭ আষাঢ় ১৪১১ বঙ্গাব্দ
খুলনা



No comments: