https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, March 28, 2025

সেঁজুতি

 

সেঁজুতি
ইমরুল কায়েস

রাত্রি গহীন হলে মনের আকাশে তুমি
ফিরে আনো জ্যোৎস্না দোলা
আবেশে রোমাঞ্চিত হই, জেগে উঠি মায়াবীস্পর্শে।

তাতানো শরীরে তোমার কিশোরী জৌলুস
সকাল দুপুর রাত মগ্ন থাকি ফাগুন নেশায়।
নীলোৎপল নয়ন, শূভ্র পাহাড় তনু গিরিখাঁদ
মন সরোবরে তুমি একমাত্র সম্রাজ্ঞী আমার।

সেঁজুতির আলোয় আমি রাঙ্গিয়েছি ক্লান্ত জীবন
জুগিয়েছো প্রেরণা, বুকের কপাট খুলে সঁপে সব ঐশ্বর্য
তিমিরে আলোক শিখা জ্বেলে সরাবে কি জীবনের প্রহেলিকা?

১৫ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ
৩০ আষাঢ় ১৪১৯ বঙ্গাব্দ
খুলনা

No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...