প্রেসনোট
ইমরুল কায়েস
ইমরুল কায়েস
ভালোবেসে কাছে এসে যদি চাও পূর্ণ বিকেল
কোনো ক্ষতি নেই।
ভালোবেসে কাছে এসে যদি হও বিপ্লবী কমরেড
কোনো ক্ষতি নেই।
ভালোবেসে কাছে এসে যদি ধরো জীবনের হাল
কোনো ক্ষতি নেই।
ভালোবেসে কাছে এসে যদি চাও গৃহের চাবিছড়া
কোনো ক্ষতি নেই।
ভালোবেসে কাছে এসে যদি চাও লুকানো সম্পদ
কোনো ক্ষতি নেই।
ভালোবেসে কাছে এসে যদি ধরো অন্যের হাত
তো খবর আছে!
০১ জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ
১৯ পৌষ ১৪০৬ বঙ্গাব্দ
খুলনা

 
 
 
No comments:
Post a Comment