Sunday, March 30, 2025

খুলে দাও হৃদয় দুয়ার

 


খুলে দাও হৃদয় দুয়ার
ইমরুল কায়েস

যখন তুমি আমার চোখে
দৃষ্টি রেখে বলো, ‘হাতটি ধরে চলো’
তখন আমার কুঞ্জবনে মেলা
নীল ভোমরা স্বপ্নে বিভোর, পূষ্পরেণুর খেলা।

তুমি আবার ছোট্ট করে চিমটি কেটে বলো,
‘নীল ভোমরা, নীরব কেন তুমি
দূর গগনে ক্লান্ত রবি, সন্ধ্যা হয়ে এলো,
আজকে না হয় সদয় হয়ে হৃদয় দুয়ার খোলো’।

আমি তখন তোমার হাতে হাতটি রেখে চলি
দিগ্বিজয়ী বীরের মতো মিষ্টি করে বলি,
‘তুমি যদি মন কাননে নিত্য ফোটাও কলি
আজকে আমি দিবো না হয় হৃদয় দুয়ার খুলি’।

তুমি হেসে দু’হাত দিয়ে মুখটি ঢাকো লাজে
আমি তখন চঞ্চলা হই, মন বসে না কাজে
পথ ভুলে তাই হারিয়ে যাই, ডুবু ডুবু সাঁঝে
স্বপ্নমাখা বাগান বিলাস তোমার খোঁপার মাঝে।

১৬ মার্চ ২০০৭ খ্রিষ্টাব্দ
০২ চৈত্র ১৪ ১৩ বঙ্গাব্দ
খুলনা

No comments: