Sunday, January 28, 2024

আমার যদি থাকতো ডানা


আমার যদি থাকতো ডানা

ই ম রু ল  কা য়ে স

আমার যদি পাখির মতো থাকতো ডানা পালকের
যেতাম উড়ে অনেক দূরে উৎসমূলে আলোকের।

দূর আকাশে যেতাম উড়ে মন পবনে দিয়ে ভর
চন্দ্রদীপে ঘর বানিয়ে যেতাম থেকে জীবন ভর।

যখন খুশি ইচ্ছে মতো দিতাম শরীর ভাসিয়ে
মস্ত বড় এই জীবনের দুঃখগুলো নাশিয়ে।

কল্পলোকের স্বর্গ ভুলে ফিরতে হবে তবু যে
বাংলাদেশের পাহাড়-নদী ফসলের ক্ষেত সবুজে।

০২ মে ২০০৯
১৯ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ
খুলনা

No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...