https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, January 26, 2024

ছড়া খুব কড়া


ছড়া খুব কড়া
ই ম রু ল  কা য়ে স

ছড়া খুব কড়া ভাই চাও যদি শিখতে
প্রথমেই যেতে হবে ছন্দটা শিখতে।

তারপর ভারী চাই শব্দের ঝোলাটা
তাল লয় ঠিক রেখে চাই হাত খোলাটা।

পঙক্তিতে হবে ভাই মাত্রা গুনতে
চরণের শেষে মিল রাখা চাই বুনতে।

এই ভাবে চোখ কান খোলা রেখে চর্চা
করে গেলে পেয়ে যাবে ভালো ছড়ার  পর্চা।

৩ মে ২০০৯ খ্রি.
২০ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ
খুলনা

No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...