পদ্মা সেতু (থিম সং)
ই ম রু ল কা য়ে স
ই ম রু ল কা য়ে স
একটি সেতু
গল্প অনেক স্বপ্নের সমাবেশ
পদ্মার
বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ
নদীর দুকূল
বেঁধে নতুন স্বপ্নের বন্ধনে
জাতিস্বত্ত্বার
অহংবোধে এগিয়ে যাচ্ছে দেশ।
একটি সেতু
পদ্মাসেতু জাতির অহঙ্কার
ষড়যন্ত্রের মুখোশ খোলা উন্নয়নের দ্বার
জাতিরপিতার যোগ্য কন্যার সাহসী পদক্ষেপে
বীর বাঙালির বিজয়গাঁথার গল্প লিখলো বেশ।
ষড়যন্ত্রের মুখোশ খোলা উন্নয়নের দ্বার
জাতিরপিতার যোগ্য কন্যার সাহসী পদক্ষেপে
বীর বাঙালির বিজয়গাঁথার গল্প লিখলো বেশ।
একটি সেতু পদ্মাসেতু গর্ব, মর্যাদার
মুজিব সুস্বাবলম্বী রাষ্ট্র-দরশনে
বীর বাঙ্গালির এগিয়ে চলার ছন্দ দেখলো দেশ।
বিশ্ববাসীকে তাক লাগিয়ে খুললো স্বর্ণদ্বার
শিল্পী: পূষ্পিতা ও এইচ পি সোহাগ
সুরকার: এ এইচ তূর্য
২৫ জুন ২০২২ খ্রি.
খুলনা
No comments:
Post a Comment