নীল প্রজাপতি ০১
ই ম রু ল  কা য়ে স
রাতজাগা লাল চোখ অভিমানে অকারণে 
রাত্রির সাথে করে সন্ধি,
ঘুমঘোর জানালায় ভ্রুকুটি করে যায় অসুস্থ্য সমাজ,
কবির কষ্টকে কাছে এসে বোঝে না তো কেউ।
রাত্রির সাথে করে সন্ধি,
ঘুমঘোর জানালায় ভ্রুকুটি করে যায় অসুস্থ্য সমাজ,
কবির কষ্টকে কাছে এসে বোঝে না তো কেউ।
শেষরাতে শিশির পতনের মতো নেমে আসে ঘুম
নীল প্রজাপতি চোখের পাপড়িতে এঁকে যায় আল্পনা
‘কবির কল্পনা, সহজ গল্প না’ এই সত্যটুকু 
বোঝে না মানুষ, বোঝে না নীল প্রজাপতিও।
অনাহুত বঞ্চনা, সামাজিক জল্পনার মুখোমুখি হয়ে
কবির কষ্টকে বুকে নেবে, চোখ দু’টো লাল কেন জেনে যাবেে
এমন দরদী বলো এ সময়ে আছে নাকি কেউ।
১৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ
০২ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
খুলনা

 
 
 
1 comment:
নীল প্রজাপতিরা সুখে থাকুক...
Post a Comment