https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Wednesday, February 26, 2025

অতিথি পাখি

 

অতিথি পাখি
ই ম রু ল  কা য়ে স

নতুন পথের দিশা আঁচলে তোমার মায়াবতী
ওড়নার ভাজে ভাজে স্বপের ঝাঁড়বাতি জ্বেলে
শীতের উষ্ণতায় হয়েছিলে এক টুকরো ওম। ঝরাপাতার মিছিলে
নদীর মতো তুমিও মিশে যাবে সাগরের নীলিমায়।

ইদানীং ভালোবাসা কর্পুরের মতো মনে হয়।
শরীরের ঘ্রাণের মতো হাওয়ায় ভেসে যাবে তোমার ভালোবাসাও
রাতের অমানিশায় বুকের কার্ণিশে মাথা গোঁজে অতিথি পাখি;
তন্দ্রা ফেরি করে কেবলই উড়ে বেড়ায় বাসন্তী হাওয়ায়।

১০ নভেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ
২৫ কার্তিক ১৪২০ বঙ্গাব্দ
খুলনা

No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...