https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Tuesday, January 24, 2023

বন্ধু

 

বন্ধু

ইমরুল কায়েস


সময় যখন উল্টো হাঁটে সবাই তখন ভ্রু কুঁচকায়

হাত ছেড়ে দেয়, ব্যস্ত হয়ে দূরে সরে, রঙ বদলায়

নানান রকম অজুহাতে সটকে পড়ে, অতীত ঢাকে

তখন শুধু একটি মানুষ কষ্টগুলো গায়ে মাথে।


যে মানুষটা সহ্য করে কাঁটার খোঁচা, কথার আঁচড়

কণ্ঠে চোষে নীল কষ্ট, দৈন্য-দুঃখ, যমের কামড়

দুঃখে সুখে যে মানুষটা ছায়ার মতো সাথে চলে

এ সংসারে তাকেই লোকে সত্যিকারের বন্ধু বলে।


২৩ আগস্ট ২০২৩ খ্রি.

খুলনা



No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...