https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, March 14, 2025

ইমরুল কায়েস এর রুবাই (৬১-৮০)

 


ইমরুল কায়েস এর রুবাই
রুবাই ৬১:
এক পেয়ালা শারাব দিও একটি দিও পানের খিলি
মিষ্টি ভালোবাসার সাথে জল-তরঙ্গ ঝিলিমিলি
গোলাপ রাঙা কপোল জুড়ে আঁকলে চুমোর আল্পনা
বলতে পারবে তোমার আমার ভালোবাসা গল্প না।

রুবাই ৬২:
চাইলে তুমি ভাবতে পারো করতে পারো সময় ক্ষেপন
আমি কিন্তু কলঙ্কের দাগ খ্যাতির পালে করছি লেপন
তোমায় ছাড়া বেঁচে থাকার অন্য কোনো উপায় কোথায়?
অক্সিজেনের সিলিন্ডারটা অন্য কাউকে দিতে চাই না।

রুবাই ৬৩: 
অভিনয়ে দক্ষ তুমি সহজে তাই টলবে না
মুখে বলো মিষ্টি কথায় শুকনো চিড়ে গলবে না
আমি কিন্তু ভাবনা ছাড়াই দিচ্ছি বলে ইচ্ছেটা
তোমায় ছাড়া জীবন আমার এক মুহূর্তও চলবে না।

রুবাই ৬৪:
এখন থেকে মৃত্যু অবধি সখি তুমি শুধুই আমার
মরার পরে জীবন পেলে সে জীবনেও তুমি আমার
এই অবস্থা আমার যখন তোমার ভাবার সুযোগ কোথায়?
কোথায় সুযোগ হ্যাঁ না বলার যখন আমি শুধুই তোমার।

রুবাই ৬৫:
বাল্যকালে আমার সাথে প্রজাপতি করতো খেলা
কেউ জানে না প্রজাপতির এখন কেমন কাটছে বেলা
আমার এখন ব্যস্ত সকাল, তপ্ত দুপুর, পাই না সময়
মনে পড়ে কেমন করে করছি তারে অবহেলা।





:


No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...