Wednesday, May 17, 2023

দেশাত্মবোধক গান

 

ফারহিম আনজুম সোহানা

দেশাত্মবোধক গান
--- ই ম রু ল  কা য়ে স 

আমার মনটা ছুটে যায়রে আমার প্রাণটা ছুটে যায়রে পাখি-ডাকা, ছায়া-ঘেরা ছোট্ট সোনার গায়রে... আঁকাবাঁকা মেঠোপথে ফেলে আসা স্মৃতি রোজ বিকেলে খেলা করে মাটির সাথে প্রীতি মাঠে মাঠে সোনার ফসল বল্ না কোথায় পাইরে। মাঠে-ঘাটে জারী-সারী ভাটিয়ালী গানে পাগল করে দেয় আমারে সুরের মায়াটানে পথে পথে গায়ের বাউল প্রাণের কথা কয়রে।

বাংলাদেশ টেলিভিশন
শিল্পী: ফারহিম আনজুম সোহানা
সুরকার: মোহাম্মদ ইছহাক
Youtube Link:
https://www.youtube.com/watch?v=JVltiBh5dno&list=RDJVltiBh5dno&start_radio=1&rv=JVltiBh5dno

No comments:

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...