https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Wednesday, November 9, 2022

টুপটাপ বৃষ্টি

 

https://www.youtube.com/watch?v=Q5r8fYgXwmY&list=RDQ5r8fYgXwmY&start_radio=1&rv=Q5r8fYgXwmY

টুপটাপ বৃষ্টি (আধুনিক গান)

ই  ম রু ল  কা য়ে স

টুপটাপ বৃষ্টি অবিরাম ঝরছে আজ সারাদিন তুমিময় বৃষ্টি কী ভীষণ মিষ্টি ঝরছে বাধাহীন… চেনা ব্যস্ত শহর আজ অন্য রকম বৃষ্টির কারণে ঘুরছি দু’জন আজ স্মৃতির শহর ভিজছি আনমনে ভিজছো তুমি, ভিজছি আমি ভিজছে স্মৃতির বহর তবু তুমি আমি আজ উদাসীন… দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আজ দেখছি স্বপন যন্ত্র জীবনে ছুটছে জীবন, ছুটছে শহর মিথ্যে অভিনয়ে ভিজছো তুমি, ভিজছে স্মৃতি ভিজছে ব্যস্ত মনন শুধু স্বপ্ন মনে বইছে সীমাহীন…

শিল্পী: নন্দিতা
গীতিকার: ইমরুল কায়েস
সুর সংগীত: এইচ তূর্য
মিউজিক ভিডিও লিংক


১০ সেপ্টেম্বর ২০২১ খ্রি.

খুলনা, বাংলাদেশ




No comments:

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...