https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, February 28, 2025

নীল প্রজাপতি ০১

 

নীল প্রজাপতি ০১
ই ম রু ল  কা য়ে স

রাতজাগা লাল চোখ অভিমানে অকারণে 
রাত্রির সাথে করে সন্ধি,
ঘুমঘোর জানালায় ভ্রুকুটি করে যায় অসুস্থ্য সমাজ,
কবির কষ্টকে কাছে এসে বোঝে না তো কেউ।

শেষরাতে শিশির পতনের মতো নেমে আসে ঘুম
নীল প্রজাপতি চোখের পাপড়িতে এঁকে যায় আল্পনা
‘কবির কল্পনা, সহজ গল্প না’ এই সত্যটুকু 
বোঝে না মানুষ, বোঝে না নীল প্রজাপতিও।

অনাহুত বঞ্চনা, সামাজিক জল্পনার মুখোমুখি হয়ে
কবির কষ্টকে বুকে নেবে, চোখ দু’টো লাল কেন জেনে যাবেে
এমন দরদী বলো এ সময়ে আছে নাকি কেউ।

১৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ
০২ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
খুলনা



Thursday, February 27, 2025

নীল প্রজাপতি ০২

 

নীল প্রজাপতি ০২
ই ম রু ল  কা য়ে স

এক নীল প্রজাপতি কৈশোরে ছুঁয়ে গেলো মন। 
যখন তখন পেয়ে তার মায়াবী স্পর্শ
উচাটন মন হয়ে গেলো মধুবন বিহারণী হরিণী।

যখন ইচ্ছে, যেমন ইচ্ছে তার
যৌবনে, সুগন্ধি মৌবনে, এঁকে গেলো বসন্ত আল্পনা,
স্পর্শে তার পূষ্পে পূষ্পে ভরে গেলো মননকুঞ্জ।
চারিদিকে তখন উড়ুউড়ু রঙিন স্বপ্নোৎসব
সাফল্যের জয়োযাত্রায় তখন আমি দিগ্বিজয়ী মহানায়ক।

সেই চেনা হৃদয়হীনা নীল প্রজাপতি
পরিনত যৌবনে হারিয়েছে বসন্ত বিহারে।
এখন আমি স্বপ্নহীন, ছন্দহীন এক তৃষিত চাতক।

নীল প্রজাপতিরা এভাবেই কাছে আসে, এভাবেই দূরে চলে যায়,
ভেঙ্গে যায় অজস্র সাজানো স্বপ্নপ্রাসাদ।
দুমড়ানো, মোচড়ানো দেবদাস স্বপ্নগুলো 
সাজাতে সাজাতে, আমি এখন ভীষণ ব্যস্ত, যন্ত্রমানব।
জীবন সাজাচ্ছি, শুধুই সাজাচ্ছি, সাজিয়েই যাচ্ছি...

০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
খুলনা

Wednesday, February 26, 2025

অতিথি পাখি

 

অতিথি পাখি
ই ম রু ল  কা য়ে স

নতুন পথের দিশা আঁচলে তোমার মায়াবতী
ওড়নার ভাজে ভাজে স্বপের ঝাঁড়বাতি জ্বেলে
শীতের উষ্ণতায় হয়েছিলে এক টুকরো ওম। ঝরাপাতার মিছিলে
নদীর মতো তুমিও মিশে যাবে সাগরের নীলিমায়।

ইদানীং ভালোবাসা কর্পুরের মতো মনে হয়।
শরীরের ঘ্রাণের মতো হাওয়ায় ভেসে যাবে তোমার ভালোবাসাও
রাতের অমানিশায় বুকের কার্ণিশে মাথা গোঁজে অতিথি পাখি;
তন্দ্রা ফেরি করে কেবলই উড়ে বেড়ায় বাসন্তী হাওয়ায়।

১০ নভেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ
২৫ কার্তিক ১৪২০ বঙ্গাব্দ
খুলনা

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...