Tuesday, May 23, 2023

স্বপ্নে আঁকা বাড়ি

 

স্বপ্নে আঁকা বাড়ি
       রু কা য়ে

 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল
বাড়ির সাথে খেলার সথিী আমার অনেক স্বপ্ন ছিল 
দুইচালা ঘর, একটি উঠোন, লাউয়ের মাচা 
ব্যালকনিতে ছোট্ট একটি পাখির খাঁচা 
দুই জানালার মাঝে একটি সবুজ রঙের দুয়ার ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।

ঘরের পাশে আমড়া গাছে টুনটুনিদের বাসা ছিল
ওদের জন ভীষণ চেনা, গল্প শোনার সাথী ছিল
ইচ্ছামতো আঁকা ছবি এলোমেলো 
বুক পকেটে জন্ম নেওয়া স্বপ্নগুলো 
লাল-কমলা, সবুজ-হলুদ, কালো-সাদার মিশেল ছিল 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।

 

ছোট্ট একটি রান্না ঘরের পাশে পানির কলটা ছিল 
তেষ্টা ছাড়াই কলের সাথে আমার অনেক সখ্য ছিল 
গোয়াল ভরা পোষা গরু, উপচে পড়া দুধের থালা
কাতলা মাছের ঝোলের শেষে স্বাদ মিলাতো ফলের ডালা
বাড়ির পাশে খড়ের গাদা, ফল বাগিচায় বোলতা ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
ছোট্ট ঘাড়ে স্কুল ব্যাগে আমার অনেক স্বপ্ন ছিল
স্বপ্নগুলো মননতটে রঙিন বসত গড়েছিল
পুকুরপাড়ে ভরদুপুরে কিশোর মেলা 
সন্ধ্যা এলেই আমবাগানে ঝড়ের খেলা 
সুনীল ছিল, চম্পা ছিল, দিলু, ওবায়দুল্লাহ ছিল 
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
দুপুর থেকে সন্ধ্যা জুড়ে আমতলাতে আসর ছিল
কাঁচা-পাকা আমের সাথে মশলাপাতি ছুরি ছিল 
কৌটাভরা বিট লবনে ঝালের গুড়ো
কচিপ্রাণের দমকা হাসির গল্পগুলো 
জ্যৈষ্ঠ মাসের দারুণ খরায় অনেক বেশি মজার ছিল
ছোটকালে আমার একটি স্বপ্নে আঁকা বাড়ি ছিল।
 
ছোট্টকালে স্বপ্নে আঁকা আমার যে এক বাড়ি ছিল 
বাড়িসহ স্বপ্নগুলো কখন যেন  হারিয়ে গেলো!
রং তুলিতে আঁকা আমার স্বপ্নমোহন সেই বাড়িটা 
অনেক দামী, এখন যে আর পাই না খুঁজে
কেউ যদি পাও সেই ছবিটা স্মৃতির সেলে 
পাঠিয়ে দিও বন্ধু তুমি পার্সেলে বা ইমেইলে। 

Wednesday, May 17, 2023

দেশাত্মবোধক গান

 

ফারহিম আনজুম সোহানা

দেশাত্মবোধক গান
--- ই ম রু ল  কা য়ে স 

আমার মনটা ছুটে যায়রে আমার প্রাণটা ছুটে যায়রে পাখি-ডাকা, ছায়া-ঘেরা ছোট্ট সোনার গায়রে... আঁকাবাঁকা মেঠোপথে ফেলে আসা স্মৃতি রোজ বিকেলে খেলা করে মাটির সাথে প্রীতি মাঠে মাঠে সোনার ফসল বল্ না কোথায় পাইরে। মাঠে-ঘাটে জারী-সারী ভাটিয়ালী গানে পাগল করে দেয় আমারে সুরের মায়াটানে পথে পথে গায়ের বাউল প্রাণের কথা কয়রে।

বাংলাদেশ টেলিভিশন
শিল্পী: ফারহিম আনজুম সোহানা
সুরকার: মোহাম্মদ ইছহাক
Youtube Link:
https://www.youtube.com/watch?v=JVltiBh5dno&list=RDJVltiBh5dno&start_radio=1&rv=JVltiBh5dno

অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...