https://imrulkayesartgallery.blogspot.com/2025/06/blog-post.html

Friday, February 23, 2024

চেতনার ফুল

 

চেতনার ফুল
ই ম রু ল কা য়ে স
এই দুরন্ত ফাগুনে, বাঙালির মননে মননে
ভালোবাসার রঙ মাখানো অজস্র বর্ণিল ফুল ফুটুক।
অহঙ্কারী শিমুল, অভিমানী পারুল আর কুমারী গোলাপ
এক হয়ে মিশে যাক কৃষ্ণচূড়ার মিছিলে মিছিলে।
মননের বিমুগ্ধ বারান্দায়, মৌ মৌ সুগন্ধি ফুলগুলো
মেতে উঠুক ফাগুনের এই দুরন্ত মিষ্টি হাওয়াও।
কষ্ট ভুলে দুলে উঠুক লাল টকটকে পাপড়ি
সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে পড়ুক আকাশে-বাতাসে।
একটি লাল টকটকে চেতনার ফুল ফুটুক
নতুন প্রজন্মের মগজে-মননে
হৃদয়ের এক চিলতে উঠোনে, নিঃষ্পাপ কোমল যত্নে
রোপিত হোক চেতনার বীজ, অঙ্কুরিত হোক চারাগাছ,
সৌরভে, গৌরবে বেঁচে থাকুক অনন্তকাল।
অজস্র চেতনার ফুল ফুটুক, হৃদয়ে, হৃদয়ে।
সালামের অব্যক্ত কথামালা, জব্বারের শেষ অশ্রুফোঁটা
রফিকের রক্তের বুদবুদ, শফিকের সোনালি স্বপ্ন
আর বরকতের বুকফাঁটা কষ্টের আর্তনাদ
আষ্টে-পৃষ্ঠে লেগে থাকুক তাাতে...

চেতনায় কাজী নজরুল

  চেতনায় কাজী নজরুল ইমরুল কায়েস হিমালয় থেকে বঙ্গোপসাগর, মানুষের মননে মননে বিদ্রোহের ঝঙ্কার তুলে কাঁপিয়ে দিয়েছিল যে আলোক বিচ্ছুরিত ক্ষণজন্...