Thursday, September 28, 2023

আসসালাম স্বাগতম

 

আসসালাম স্বাগতম হে রাসুল (স.)
ই ম রু ল  কা  য়ে স



আসসালাম। স্বাগতম ।
হে রাসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়াসসালাম,
হাশরের ময়দানে যেন পাই তোমার সাফায়াত।

আঁধার যখন তাবৎ পৃথিবী চেয়েছিল গিলে খেতে
নৈতিকতা ভেসে গিয়েছিল অবক্ষয়ের স্রোতে
ঐশি আলোর ঝর্ণা হয়ে রবের আরশ থেকে
তখন তুমি  নেমে এলে এ পাপের ধরণীতে। 

যখন পাপে ডুবে গিয়েছিল আরবের মসনদ
ঘরে ঘরে ছিল নগ্ন নৃত্য, সুদ ঘুষ জুয়া মদ
পাপের সাগর আরব জাহান যখন দিশাহীন
তখন তুমি তাদের দেখালে নতুন আশার পথ।

যখন মূর্তি দূরে ঠেলেছিল বিশ্ব প্রতিপালক
অন্ধকারে নিভে গিয়েছিল সভ্য জাতির আলোক
যখন আরব অসহায় ছিল লালসার কাছে হেরে
তখন তুমি প্রেরিত হলে, দেখালে রবের ঝলক।

আসসালাম। স্বাগতম।
হে রাসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়াসসালাম,
তুমি আমদের  আলোকের পথ দেখাও।

যখন তুমি প্রেরিত হলে খুললো বন্ধ দ্বার
বিতাড়িত হলো সমাজের মাঝে গুমোট অন্ধকার
তুমি দেখালে সোনার আলোয় উদ্ভাসিত ভূবণ
তোমায় পেয়ে থেমে গেলো ধূধূ মরুর হাহাকার।

তুমি এনে দিলে ঐশি কিতাব পবিত্র আল কুরআন 
মানব জাতির জীবনাদর্শ , পূর্ণ জীবন বিধান 
তুমি পড়লে, ‘ইকরা বিইসমি রাব্বিকাল্লাজি খলাক’
শোনালে যখন , আনলো ঈমান সমগ্র আরব জাহান।

বন্ধ হলো মূর্তি পুজো, দেহ পুজোর স্বপ্ন বিলাস
তিক্ত নষ্ট অতীত ভুলে সৃষ্টি হলো নতুন সমাজ
মূর্তিগুলো নত হলো খুলে ফেলে আলখাল্লা
ঘোষণা দিল মালিক মোদের অদ্বিতীয়, এক আল্লাহ।

আসসালাম। স্বাগতম।
হে রাসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়াসসালাম,
তুমি আমদের বেহেশতের পথ দেখাও।

তুমি না এলে সৃষ্টি হতো না পৃথিবী চন্দ্র তারা
তুমি না এলে মিষ্টি হতো না মানব জীবন ধারা
তুমি না এলে কে আমাদের এনে দিতো রহমত
তুমি না এলে কে চিনাতো নাজাতের সরু পথ।

শেষ বিচারে পুলসেরাত আর হাসরের ময়দানে
তোমার আশীষ যেন পাই যেতে স্বর্গের উদ্যানে
তোমাকে ছাড়া পাবো কি বেহেশত, কে দেখাবে দিশে
পাবো কি নাজাত, ছুটবো কোথায় মুক্তির সন্ধ্যানে?

মানবতার পথপ্রদর্শক নবীকূল শিরোমনি
তুমিই মোদের হৃদস্পন্দন, মমতার মহাখনি
শেষ বিচারে যখন আমরা হয়ে যাবো জড়সড়
পাপের হিসাব ছোট করে দিও, পূণ্য দেখাইও বড়।

আসসালাম। স্বাগতম। 
হে রাসুল সাল্লেল্লাহু আলাইহে ওয়াসসালাম,
হাশরের ময়দানে যেন পাই তোমার সুপারিশ।

২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.
ঈদ ই মিলাদুন্নবী (স.)
খুলনা
       





অপেক্ষা

  অপেক্ষা ই ম রু ল কা য়ে স মাঘের হিমবাহ শেষে এলো ফাগুন, এলো বসন্ত বসন্তের আগমনে পুষ্পে পুষ্পে ভরে গেলো বিষন্ন প্রকৃতি; প্রজাপতি রঙ ছড়ালো,...